শূন্য থেকে থেকে … সভ্যতা ৩৮

লেখক : মৌ চক্রবর্তী

কি হতে চাও
ছেলেটি বলল, ঈশ্বর …
ক্ষুদে ছোকরা এখনও মনে মনে তাই মানে একবার ঈশ্বর হতে হয় …
এভাবেই গত শীতে চাদর জড়িয়ে ঘুম মেপে নিয়ে ফেরিওয়ালা সে …
গত সন্ধে ফের শুনতে পাচ্ছে এসে দাঁড়ানো ছায়ামূর্তি প্রশ্নের সঙ্গে নিভিয়ে দিচ্ছে আগুনের তাপ
কাঠ মাথায় সরে যাচ্ছে তপোবন
__ছেলেটা ছটফট করে , হাতে ভারি ঘুমের বাটখারা
বুকে একগুচ্ছ ঠাণ্ডা তারিখ পায়ে ছেঁড়া মোজা যেন জিজ্ঞাসু , এবারে …
ছেলেটার ঘুমগাড়ি কোন যে স্টেশন ছাড়ায়
পাশে সিঁড়ি আড়মোড়া ভাঙা সবেমাত্র বয়সের হাতুড়ি
ধানকাজ শেষের সহযাত্রী এক
রাত পাহারায় টুপিওলা যেন
নিয়মিত অভ্যাসের
ছেলেটিকে গুঁতো দিয়ে বকে, ফের ফের … স্বপ্নের ঈশ্বর তোর
সরে যায় ঘুম শেষে রক্তপুষ্ট ক্লীব যত তুই কতশত তত দূরে
এমন সময় ভীড় শহরে চিলেকোঠায় স্বপ্ন যুদ্ধ রেখে মুড়ি ঠোঙার অমর গপ্পে সন্ধ্যাতারা ফোঁটে _

লেখক পরিচিতি : মৌ চক্রবর্তী
লেখক, গবেষক । কবিতা ভাল লাগা। আর গল্পও।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum