লেখক : গৌরাঙ্গ রায় পলাশ
আলোতেও যখন অন্ধ সমাজ
ভুলে যায় হিতাহিত,
তারাই নাকি খুঁজবে এবার
নতুন দিনের পথিক!
প্রভাত থেকেই চলছি ছুটে
দেখলো না কেউ চোখে
আর কতদিন থাকবো বল
তোমাদের অনাদরে।
এভাবে বলো আর কতদিন
থাকবো আমি নীরব!
চিৎকার যদি করি, তবে আজ
হয়ে যাব বেয়াদব।
আছি বলে যদি বাসি মনে হয়
তবে আমি তো মূল্যহীন,
হারালে কিন্তু আর পাবে না
খুঁজবে তুমি সেদিন।
থাকি যদি ঘরে ভাবিবে মোরে
আমি বুঝি পাই ভয়,
বুঝিবে কি করে আছে এ’হৃদয়ে
এক বুক প্রত্যয়।।
লুকিয়ে রেখেছি প্রতিভা আমি
আমার হৃদয় মাঝে,
বিশ্ব তোমার প্রয়োজন যদি
নাও না একটু খুঁজে।
লেখক পরিচিতি : গৌরাঙ্গ রায় পলাশ
গৌরাঙ্গ রায় পলাশ