স্মৃতির কোঠরি

লেখক : শারমিন শিলা রিয়া

আমার এলোমেলো যত লেখা,
অপ্রয়োজনীয় যত পৃষ্ঠা,
লিখে রেখেছিলাম যাতে
বিষন্নতায় চাপা কবিতা,
রেখে যাবো সব।

আমার নির্ঘুম রাত্রি,
অন্ধকারে ডুবন্ত নিশি,
হতাশায় ভরপুর দিন,
মন খারাপের দীর্ঘ রজনী,
একাকিত্বে কাটানো প্রহর,
রেখে যাবো সব।

আমার উন্মুক্ত হাসি,
সবাইকে খুশিতে মাতানো সময়,
আড্ডার টেবিলে ফেলে আসা,
বাঁধভাঙ্গা কথার জোয়ার,
দুষ্টমির ছলে পাড়া মাতানো সময়।
রেখে যাবো সব।

প্রয়োজনে যারা বানিয়েছিল
প্রিয় মানুষ।
স্বার্থের কারণে কাছে টানা মানুষ,
আমাকে বোকা বানিয়ে অট্টহাসিতে
মেতে উঠা মানুষ।
আমার বিশ্বাসে আঘাত দেওয়া প্রিয়জন।
সব রেখে যাবো।

কথার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন
করা প্রিয়রূপী মানুষজন,
ভালোর আড়ালে
তীক্ষ্ণ অবহেলা করা মানুষজন,
রেখে যাবো সব।

আমার এক ফালি অপ্রাপ্তি,
বিষাদে ঢাকা না-পাওয়া,
একবুক অপূর্ণতা।
নিজের গোপনে রাখা ব্যর্থতা,
রেখে যাবো সব।

আমার এক অকৃত্রিম ভালোবাসা,
আমার অশেষ ভালোলাগা,
রেখে যাবো সব।

আমার এক বাক্স বন্দী
বলতে না পারা কথা,
এক গুচ্ছ আক্ষেপ,
রেখে যাবো সব।

আমার নীরবতায় ঘেরা দিন,
আমার গ্লানি মাখা সময়,
আমার স্মৃতিঘেরা শহর,
আমার ভালোবাসায় মোড়ানো সড়ক,
আমার আবেগ মাখানো বৃক্ষরাজি,
রেখে যাবো সব।

যদি কারো সময় হয়,
কখনো নেড়েচেড়ে দেখো না হয়,
আমার এই যৎসামান্য ,
স্মৃতির কোঠরি ।


লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
কাব্য প্রেমী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন