লেখক : অর্দ্ধেন্দু গায়েন
তুমি আবার আমায় জন্ম দিও,
আমি তোমার গায়ের গন্ধ মাখা,
আঁচল ধরে হাঁটতে চাই।
এ জন্মে তোমায় বৃদ্ধাশ্রমে রেখেছি,
চোখের জলে ভিজে গেছে
সমস্ত স্বপ্ন।
শেষ বারের মতো তোমায় দাহ করেও
খুঁজে পাইনি তোমার নাভিকুন্ড।
বোধহয় আমারই কর্মফলে,
ছিন্ন হয়েছে আমাদের নাড়ীর সম্পর্ক।
যতবার তোমায় অবহেলা দিয়েছি,
ততবার তুমি বলেছ– ‘আমি মা’—।
সেদিন বুঝতে না পারলেও আজ বুঝি,
কত বড় ভুল আঁকড়ে
বেঁচে আছি আমি।
আমায় ক্ষমা করো মা–
জননী আমার,
তুমি আবার ফিরতে পারো
আমার কাছে?
আগন্তুক পদধ্বনিতে
নতুন করে খুঁজব,
আমাদের সম্পর্কের শিকড়!
লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।
Outstanding dada, please carry on