লেখক : প্রভঞ্জন ঘোষ
তাই লাগে না একঘেয়ে-
তোমার অমল আলোর পানে
তাই অবিচল রই চেয়ে।
কি রেখেছ অন্তরালে
সকল আলোর সারাংশ?
কোন মহিমায় মাতিয়ে চন্দ্র
হঠাও ক্লান্তি আলস্য?
তাই লাগে না বিরক্তি-
তাইতো রে জল আরশিতে তোর
অন্তবিহীন আসক্তি।
তাই পুকুরে, নদীর ধারে
সাগর তীরের অঞ্চলে
অবাক হয়ে তাকিয়ে থাকার
যায় না বৃথা দিন চলে।
হয় না কদাচ মন শিথিল-
মাঠ-প্রান্তর-ক্ষেতের পানে
তাই নীরবে হই সামিল।
যাদুর মতো বিছিয়ে রাখা
ওই আপামর শ্রীভূমে
তাই অনন্ত যাই ছুটে
তার আনন্দ অম্লান ধামে।
তাইতো সকল ত্যাগ করি
সুজন খোলা হাওয়ায় ডুবে
বিরামবিহীন স্নান করি।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী