সৃষ্টি আমার

লেখক : মৃত্যুঞ্জয় হালদার

সৃষ্টি আমার সহজ সরল যত
বৃষ্টি হয়ে ঝরছে অবিরত
অসহ্য অভিমানী ঘামে
বিকিয়েছি জীবন অল্প দামে।

সৃষ্টি আমার মাটির খামার জুড়ে
দিনরাত্তির নিত্য বেড়ায় ঘুরে
কলকাতায় মিথ্যে কায়া থাকে
নিশুত রাতে স্বপ্ন সাথে জন্মভূমি ডাকে।

সৃষ্টি আমার সুখশৈশব আনে
নিত্য আমি ফিরি নাড়ির টানে
কৈশোরকাল কলার মান্দাসে
স্বর্ণালী দিন নিত্য মনে ভাসে।

সৃষ্টি আমার তরুণ তমাল-বনে
যাচ্ছে খোয়া আজও ক্ষণে ক্ষণে
উদাস মাঠে নীল শূন্যপুরে
মন কেমনের একলা বেড়ায় ঘুরে!

সৃষ্টি আমার আমোদ আলাদিন
বিষাদেও বাজায় খুশির বিণ
রুক্ষবুকে সূক্ষ্মসুখে স্মৃতির পারে
যখন-তখন হর্ষ মগন হতে ডাক দেয় আমারে।


লেখক পরিচিতি : মৃত্যুঞ্জয় হালদার
ত্রিশ বছর যাবৎ সাহিত্য চর্চায় নিমগ্ন। প্রায় ছয় শতাধিক ছড়া কবিতা ছোট বড় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজও সে ধারা অক্ষুণ্ন। সেরা ছড়ার উপর একাধিক পুরষ্কার প্রাপ্তি।২০১৪ কলকাতা বইমেলায় ইচ্ছেকথা নামে ছড়া ও কবিতার বই প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন