শুধুই নমস্কার

লেখক : প্রভঞ্জন ঘোষ

আর সকলি গেছে-
রিক্সো থেকে রিক্সো চাকা
ঘাট হয়েছে শূণ্য ফাঁকা
আকাশ থেকে সরে গেল
সেই যে চিত্রলেখা!- – –
শাখার পাখি উড়ে গেছে
কোন অজানার মাঝে।

চাকের থেকে মধুমক্ষী
কোথায় উড়ে গেল
দোরের থেকে দুরাত্মীয়
কোথায় চলে গেল,
কোথায় গেল হংস দুটি
হাওয়ার ঝোঁকে শর-প্যাকাটি
পকেট থেকে কাঁচের গুলি
সমস্ত হারালো।

সরে গেল রঙিন ফানুশ
যাত্রা দেখা ভিড়ের মানুষ
ললিত কাব্য গ্রন্থনের হুঁশ
সকল চমৎকার- – –
রইল কেবল দু’হাত জোড়া
শুধুই নমস্কার।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum