লেখক : প্রভঞ্জন ঘোষ
আর সকলি গেছে-
রিক্সো থেকে রিক্সো চাকা
ঘাট হয়েছে শূণ্য ফাঁকা
আকাশ থেকে সরে গেল
সেই যে চিত্রলেখা!- – –
শাখার পাখি উড়ে গেছে
কোন অজানার মাঝে।
চাকের থেকে মধুমক্ষী
কোথায় উড়ে গেল
দোরের থেকে দুরাত্মীয়
কোথায় চলে গেল,
কোথায় গেল হংস দুটি
হাওয়ার ঝোঁকে শর-প্যাকাটি
পকেট থেকে কাঁচের গুলি
সমস্ত হারালো।
সরে গেল রঙিন ফানুশ
যাত্রা দেখা ভিড়ের মানুষ
ললিত কাব্য গ্রন্থনের হুঁশ
সকল চমৎকার- – –
রইল কেবল দু’হাত জোড়া
শুধুই নমস্কার।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী