সুগন্ধি মন

লেখক : সাজিদুল ইসলাম

মনের সুগন্ধি নড়ে,
ঘুড়ে বেড়ায় জঙ্গলে জঙ্গলে।
গন্ধ বিধুর আমার  অঙ্গনে,
স্বাদ নিতে চাই বঙ্গ বনে।
এই গানে রস  কবিতার ছন্দে,
দুঃখ চলে যায় বড় আনন্দে।
মনের ক্রন্দন অতিবৃদ্ধে,
যা ঘটে মাঝে মাঝে।
সুখ সুখ সুখ কি আর পাই,
অতি বিলাসী দুঃখে মন পুড়ে চায়।
এক বুক শ্বাস মনের গন্ধে,
পিলপিল শব্দ মহা আনন্দে।
মনের বিস্বাদ আর নয়,
বড় রেশ মন নিপিড়ন।
আমি মরি পরম আনন্দে,
কেন জানি কাতরতা আরও জাগে।

লেখক পরিচিতি : সাজিদুল ইসলাম
সাজিদুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up