তোমার জন্য

লেখক : মানব মন্ডল

তোমার জন্য একটা সকাল
বসন্ত সকাল আদুরে রোদ্দুর
দক্ষিণা বাতাস মনের ঘরে
খুশির ছোঁয়ায় ভরপুর,
তোমার জন্য নিঝুম দুপুর
চিলেকোঠার ঘরে রূপকথার গল্প লিখে চলে,
তোমাকে কাছে পেলে শোনাবে বলে তোমার জন্য একটা বিকেল
ভীষণ ভালো লাগা কমলা রোদ্দুর অপেক্ষা।
সব ক্লান্তি ভুলে যাবো যখন
হবে দুই জনের দেখা।
তোমার জন্য একটা সন্ধ্যা
ভীষণ জমজমাট
মনে ইচ্ছেমত ঘোরা ফেরা
তোমার জন্য একটা নির্জন রাত
গল্প, স্বপ্ন, আর খুনসুটিতে ভরা।


লেখক পরিচিতি : মানব মন্ডল
মূলত ভাষাকর্মী । স্বপ্ন অনুঘটক নামে এক ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক হিসেবে সাহিত্য জগতে আত্মপ্রকাশ। তবে বর্তমানে প্রবাসী হওয়ার ফলে লেখা লেখি হয়ে পড়েছে অনিয়মিত। উল্লেখযোগ্য গ্রন্থ - পুতুল তৈরির গল্প কথা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন