তোমায় দিলাম

লেখক : সাখাওয়াতুল আলম চৌধুরী

 

আমার স্বপ্ন মোড়ানো
সাধের বিকেল তোমায় দিলাম।
তোমার বিষন্নতার
পড়ন্ত বিকেল আমায় দিও।

আমার আগুন লাগা
ফ্লাগুন সন্ধ্যা তোমায় দিলাম।
তোমার বেদনাবিধুর
বসন্ত প্রহর আমায় দিও।

আমার রোমাঞ্চ ভরা
বৃষ্টির ক্ষন তোমায় দিলাম।
তোমার অস্বস্তি লাগা
তপ্ত দুপুর আমায় দিও।

আমার উত্তাল যৌবনের
স্বর্ণালী সময় তোমার জন্য।
তোমার বার্ধক্যের
নিষ্প্রভ দীপ্তিতে আমায় ডেকো।

আমার বালি ঝলসানো
চন্দ্রিমা ক্ষণ তোমার জন্য।
তোমার নিঃসঙ্গ সাঁঝের
দিনান্তকালে আমায় ডেকো।

আমার উদ্দীপনা ভরা
প্রাণের বৈশাখ তোমার জন্য।
তোমার কুয়াশা ঝরা
শীতের ক্ষনে আমায় ডেকো।

আমার মিষ্টি অনুরাগের
সময়গুলো তোমার তরে।
তোমার তিক্ত বেদনার
অভিমান গুলোয় দিও মোরে।

আমার অখণ্ড ভরা
শরতের অবসর তোমার তরে।
তোমার বিরহী বর্ষার
কষ্টে গুলোয় দিও মোরে।

আমার প্রাণের উচ্ছলতার
আনন্দগুলো তোমার তরে।
তোমার একাকীত্বে ভরা
তিক্ত ছোঁয়াই দিও মোরে ।

 


লেখক পরিচিতি : সাখাওয়াতুল আলম চৌধুরী
আমি সাখাওয়াৎ, একসময় প্রবাস জীবনে হাতে ছিলো অখন্ড সময়। সেই নস্টালজিক সময় গুলোকে কাজে লাগাতে হাতে তুলে নিয়েছিলাম মোবাইলের কীবোর্ড! সেই থেকে যাত্রা শুরু। চেষ্টা করি হৃদয়ের গহীনের শব্দ গুলোকে বিবর্ণ বর্ণমালায় ফুটিয়ে তুলতে।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন