তুই পরিপূর্ণ

লেখক : সৌরভ মাহাতো

তুই পরিপূর্ণ।
খামতি তো আমার মধ্যে।
তা না হলে একটু দেখার জন্য বার বার বনগাঁ যেতাম না পাগলের মতো।
আমি বুঝি না তোর প্রবলেম, তাই খামতি আমার।
খামতি আমার তাই কল না এলে রাগ করে বসে থাকি।
খামতি আমার তাই হাজারো ব্যস্ততায় কোলকাতার রাস্তার রাস্তায় তোকে খুঁজে বেড়াই।
জানি আমি খুঁজে পাবো না তোকে, তবুও বারবার কোলকাতা আসি।
এখনো নরেন্দ্রপুর থেকে গড়িয়া পর্যন্ত লাইন ধরে ফুটপাতের রাস্তায় হেঁটে চলি একা একা।
এখনো নিজের মধ্যে খামতি রয়েছে, পাগলের বাসা বেঁধেছে মনে, তবেই তো বেনুবনে সকাল থেকে সন্ধ্যা বসে থাকি ওই খাবার টেবিলে।
আমার খামতি আমি এখনো অনুভব করি রবীন্দ্র সরোবরের জলাশয়ে।
তাকিয়ে দেখি এপার ওপার তোকে খোঁজার চেষ্টায়।
এখনো বিরিয়ানির দোকানটায় দু’প্যাকেট বিরিয়ানি অর্ডার করি।
বন্ধুর রাগ হয় আমার পাগলামি দেখে, পাগল হচ্ছি দেখে সেও কেঁদে ফেলে।
আমার সাহস নেই আমি ভীতু, কিন্তু তাকেও আমি জানাতে দিই না।
সেও জানে আমি পাগল হচ্ছি তাই আমাকে ভোলানোর জন্য নিয়ে যায় নরেন্দ্রপুর স্টেশন মাঠে।
সে তোর জায়গা নিতে চায়, মাথাটা কোলে নিয়ে আদর করতে চায় তোর মতো।
কখনো কেঁদে ফেলি আবার ফোনে চেয়ে থাকি তোর মেসেজের অপেক্ষায়,,, ও গো আমি আসছি..
কিন্তু হয়না সেটা, আমার মনের মানুষ আসে না আমার কাছে।
তবুও আমি যাই, কখনো কোলকাতায়, কখনো বনগাঁ, কখনো ব্যান্ডেল, কখনো বারুইপুর, সবসময় আসেপাশে থাকি। এই বুঝি ডাক দিলো আমায়!
তারপরেই সব নিস্তব্ধ,,,অন্ধকার নেমে আসে মনে, চোখের পাতা ভিজে যায়।
এক ফোঁটা, এক ফোঁটা করে জল নেমে আসে মাটিতে,পায়ের কাছে মাটির কান্না শুনি।
বধিরতা এমনি সে শুনতে পায় না আমার আওয়াজ।
আমার মনে অচিরেই শুয়ে রয়েছে, জেগে ওঠে না আর।
তবুও খামতি রয়েছে আমার তাই জাগাতে পারিনা তোকে।


লেখক পরিচিতি : সৌরভ মাহাতো
জন্ম ১৯৯৯ সালের ১লা জুন পুরুলিয়া জেলার শেষ প্রান্তভূমির 'লালবাজার' গ্রামে। পিতা শ্রীযুক্ত সুধীর মাহাতো, মাতা শ্রীমতী গায়ত্রী মাহাতো। শিক্ষাজীবন জওহর নবোদয় বিদ্যালয় পুরুলিয়া থেকে মাধ্যমিক ও জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে রাঁচি ইউনিভার্সিটির ছাত্র। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা, খেলাধুলা, গাছ লাগানোর একটা চরম নেশা আছে। এবং সময় পেলেই সমাজ সেবার কাজেও যুক্ত হয়ে যাই। ইতিমধ্যে বহু পত্রিকায় লেখা ছাপানো হয়েছে এবং লেখালেখি মাধ্যমে চরম সুখের অনুভূতি হয়।

9 Comments

  1. ARNAB KUNDU

    প্রকৃত ভালোবাসাতে……..খামতি থেকেই যায়….
    খামতি থাকে বলেই তো সেই ভালোবাসার মানুষের টান বেশি… পরিপূর্ণ হলে ….সেই টান কম…..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন