ভাঙন

লেখক : অভিজিৎ সুর

আর কী কী ভাঙবে আমাদের?
স্বপ্ন ভেঙেছে তো অনেক আগেই;
হৃদয় ভেঙেছে যখন, আমার হাতে লেগেছিল
ফুলেদের অর্থহীন অপমৃত্যু।
বিশ্বাস ভাঙতে দেখেছি,
এখন বন্ধুত্ব করতেও ভয় হয়
জানি সেখানেও এক ভাঙন অপেক্ষা করে আছে।
আমি ইতিহাসকে ভেঙে পড়তে দেখেছি,
ধ্বংসস্তূপ মাড়িয়ে দাঁড়িয়ে আছে আবহমানের ভাঁড় –
কোথাও তার পোশাক সবুজ কোথাও গেরুয়া
কোথাও সাদা কোথাও নীল

এতকিছু ভাঙার কোন প্রয়োজন ছিল না
শুধু শেকল ভাঙাটাই যথেষ্ট হত,
মানুষ সেটাই পারলো না বেখেয়ালে

আজ কোজাগরির চাঁদ উঠেছে,
তবু বাইরে তাকাতে পারি না
চোখ জ্বালা করে ওঠে –
এখন যদি নদীর পাড় ভাঙার মত
আমার গেরস্থালি জীবন ভেঙে যায় চিরকালের মত
যদি এখন, এই ডাকিনী জ্যোৎস্নায়…


লেখক পরিচিতি : অভিজিৎ সুর
একক জীবন, পরিচিতিহীন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up