শুধু ছায়া ভেসে যায়

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

আনমনে এগিয়ে চলেছে দিবারাত্রি। অন্ধকারের শরীরে পা রেখে নিঃশব্দে ভেঙে গিয়েছে কখনও কখনও। ওর নীরব কান্নার ঢেউ আছড়ে পড়েছে সুদীর্ঘ জনহীন সমুদ্র সৈকতে। শুকনো ঝরা বালির বুক ভিজিয়ে মোহনায় মিশে গিয়েছে, কৃষ্ণপক্ষের ঘন, কালো রাত্রি। পাহারায় থাকা অসহায় অজস্র অরণ্যের চোখ দুটি একেবারে নিঃশ্চুপ, গভীর রাত্রির আঁচলে নিদ্রারত। প্রাণের অস্তিত্ব প্রমাণে ব্যর্থ হয়ে মৃতপ্রায় শায়িত মহাদেবের আদলে তৈরি প্রস্তর খন্ড।

ভোরের নরম আলোয় জেগে ওঠে ঘুমন্ত পাখিদের প্রাণ। কিচিরমিচির শব্দে ওরা জানিয়ে যায়, সকালের মিষ্টি রোদের আলোয় ভেজার সময় হলো এবার।ভরা নদীতে পাল তোলা নৌকা করে মাছ ধরতে বেরিয়েছে জেলেরা।দূর থেকে সারি সারি নৌকার বহর,খোলা নীল আকাশের নিচে।মনে হয় কোনও শিল্পীর আঁকা ছবি যেন ওরা। নদীর পাড়ে বসে ছোট ছোট ঢিল ছুঁড়ি জলের গভীরে। মাছরাঙা উড়ে এসে বসে চিকন শুকনো কঞ্চির ঝুঁকে থাকা ডালে। স্রোতের টানে নদীর বুক জুড়ে শুধু ছায়া ভেসে যায়।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে-পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন