তালপাতার পাখা

লেখক : সমীর মন্ডল

জঙ্গলে ভরা তাল গাছের পাতা কাটা থেকে শেষে রঙের ছোঁয়া টুকু, সবটাতেই নৈপুণ্যের ছাপ। বাপ ঠাকুরদার আমল থেকেই তাদের তালপাতার পাখা বানানোর পেশা চলে আসছে। এতে অবশ্য সেরকম উপার্জন নেহাৎই নেই বললেই চলে। তবুও তারা মনে মনে চাইলেও শেষমেশ পেশা বদল করে আর উঠতে পারেনি। যতই হোক বংশানুক্রমিক ঐতিহ্য বলে কথা, সে কেউ পাখা কিনুক আর চায় নাই কিনুক। সেই কোন যুগ থেকেই তো তার প্রচলন, যদিও এযুগ তার বাস্তবিক গুরুত্ব স্বীকার করে না। এমনকি নামটুকুও পর্যন্ত আজ হারাতে বসেছে। তারা সারাবছর ধরে পাখা বানায় আর হাপিত্যেশ করে বসে থাকে বিভিন্ন মেলা থেকে পুজো পার্বনের। তাদের বিশ্বাস বড়ো শহরে আধুনিক যন্ত্রের অভাব না থাকলেও অন্তত শৌখিনতার মাপকাঠিতে যাচাই করে ঘর সাজানোর অলংকরণ হিসেবে হলেও শহরবাসী তালপাতার পাখা হাতে তুলে নেবেই।


লেখক পরিচিতি : সমীর মন্ডল
আমি সমীর মন্ডল, আমি আশুতোষ কলেজের প্রানীবিদ্যা বিভাগের একজন ছাত্র। আমি লিখতে খুবই ভালবাসি। আমি ছোটোগল্প ও কবিতা লিখি। আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন