কবিও একদিন

লেখক : আলী ইব্রাহিম

মুখে বিষ ঢেলে কবিও একদিন ছবি হতে চেয়েছিল।
এক কাকের মৃত্যুতে অসংখ্য কাকের সমবেদনা কী বিস্ময়ের!
এবং ঘরে মৌলিক স্বরে সংঘাত। শিল্প হন্তারক রাজকোকিল।
আজ পাখিরা আলো চায়। ছায়া চায়। আধিপত্য চায়।
অথচ শৌখিন কবি মুখিয়ে …

আমি এসব মানতে পারি না

লেখক : আলী ইব্রাহিম

এ পাড়ায় জোরাতালি দিয়ে দিয়ে সারাটা জীবন
তবলা আগলে রাখলো সুরুজ আলী,
আর এখন কোনো গানের অনুষ্ঠানে তার নাকি ডাক পরে না।
আমি সুরুজ আলীকে বাদ দিয়ে অন্য কারো তবলা বাজানোটা মানতে পারি না।

ও পাড়ায় …

কবি

লেখক : আলী ইব্রাহিম

নিশিতে কুশপুত্তলিকা দাহ করার পর জানা গেল
সেটা ছিল একজন কবির অবিকৃত আবছায়া।
বুনোচালতার সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল।
কোথাও খুঁজে বনলতার ঠিকানা পাচ্ছিল না বলে
জারুল গাছের সাথে ফাঁস নিতে চেয়েছিল কবি।
ঝরা পালকে উড়ে …

বোধ

লেখক : আলী ইব্রাহিম

(শিক্ষক ও কবি মাকছুদা বেগম মুক্তা স্মরণে)

সেই কবিমেলায় প্রথমবার তোমাকে দেখেছিলাম।
তুমি এসেছিলে মুখভর্তি কবিতার হাসি নিয়ে।
শাড়ির প্রতিটি ভাঁজে ভাঁজে ছিল মুক্তার মুগ্ধতা।
প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছিলাম।
এরপর কতবার কতবার ভেবেছি কবি। তোমাকে।…

লীনার হাত

লেখক : আলী ইব্রাহিম

লাল লাল কাকড়াগুলো ওই নাগরে বিমোহিত।
সাম্রাজ্যের উপদ্রবে অহেতুক ছুটি-বিনি-ওড়ে অবিরত।
মৃতকাক তবু রাজখুঁটি ধরে ধরে নক্ষত্র পাদুকায় পথ চলে।
আর কানামাছি সর্বভুক কপটতায় কেবলি দীর্ঘায়ু পায়।
লীনার হাত ধরার মতলব বুঝে গেছে কবি।
বুনো গোখরার …

জান্নাতুন নাঈম প্রীতি

লেখক : আলী ইব্রাহিম

শেষ পর্যন্ত এই জন্ম-মৃত্যু, এই মাতৃত্বকে দোষ দেয়নি সে।
অথচ সেসব মনে করে আজো খুব হাসি পায় তার।
সে কী নারী? সে কী সমকামী? নাকি নারীবাদী?
কেন এসব আজ রাষ্ট্রকে এভাবে ভাবায়? কেন?
পুরুষের মনস্তাত্ত্বিক পরাভবে …

এই উত্থান

লেখক : আলী ইব্রাহিম

কিছু উত্থান ঐতিহাসিক। কিছু দ্বান্দ্বিক।
এই উপাখ্যান আমাদের সহ্য হয়ে গেছে।
মানুষের মৌনতায় সবকিছু যখন
অনর্থক হয়ে ওঠে, তখনো তুমি নড়ো।
আর তুমি ভোরের সাথে তর্কে মাতো
আর তুমি সূর্যের কুকীর্তি ফাঁস করো।
আর তুমি আগুন …

জলপতন

লেখক : আলী ইব্রাহিম

নওশীন,
শহর থেকে যে নদীটা গেছে তোমাদের গ্রামের দিকে
সেই নদীটা পার হলেই বিরাট মাঠ
আর ওই মাঠের প্রান্ত ছুঁলেই তুমি পেতে পাহাড়ের দেখা
আর প্রার্থনা শেষ করে এসেছে যে বনভূমি
তার সীমান্ত পার হলেই তুমি …

পিরামিড

লেখক : আলী ইব্রাহিম

সভ্যতার সব রঙ নি:শেষ হলে এই শাহবাগে পিরামিড সরব হয়।

উপলক্ষ্য ও ভদ্রতার খাতিরেই তবু কেউ কেউ আলকাতরা খায়।

বাঘের পরাজয় বুঝে বিরাট বেদুইন। সকাল দুপুর সন্ধ্যায় খিস্তিখেউর।

আর আমি কেবল নিচে নামি। মাঝরাস্তায় বড় বড় …

কবিও একদিন

লেখক : আলী ইব্রাহিম

মুখে বিষ ঢেলে কবিও একদিন ছবি হতে চেয়েছিল।
এক কাকের মৃত্যুতে অসংখ্য কাকের সমবেদনা কি বিস্ময়ের!
এবং ঘরে মৌলিক স্বরে সংঘাত। শিল্প হন্তারক রাজকোকিল।
আজ পাখিরা আলো চায়। ছায়া চায়। আর আধিপত্য চায়।
অথচ সৌখিন কবি …

মাশরাফী বিন মোর্ত্তজা

লেখক : আলী ইব্রাহিম

নক্ষত্রের আলোয় মাঠে মাঠে বীজ বুনে যাই।
তোমার ধ্যানে সন্ন্যাসী সড়কে সরল রোদ ওঠে।
ঝলমলে মাঠের বিস্তারে তুমি ছড়িয়ে আছ বাক্য হয়ে,
আমাদের প্রতিজ্ঞা ও উপলক্ষ হয়ে।

মৃত্যু বিনাশ নয়; হে মহানায়ক,
তোমার স্বভাবসৌরভ আর কথকপ্রিয়তায় …

ইতিবৃত্ত

লেখক : আলী ইব্রাহিম

প্রজাপতির দহনে রক্ত ছুঁয়ে দিয়েছি। বীজের কাহিনি হয়েছি।
আর কোনো ভূমিকা নেই। উদ্ভিদের অন্তরে সুদীর্ঘ প্রণয়।
অথচ ঘাসফুল পরাজয়ের টিপ পরে আগুনের ইতিহাস হয়।
মেঘের কান্না থামে না। আঁধারে আমি টিকটিকির উল্লাস দেখি।
কাম ও কামনায়, …

প্রিয়মুখ

লেখক : আলী ইব্রাহিম

অন্ধকার তাড়িয়ে ফেরে সমস্ত বিকেল।
গোধূলির বেদনায় স্বপ্ন জাগে এই চরাচরে।
বিষাদের ধ্বনি আঁকে ওই প্রিয়মুখ।
পৃথিবী চেয়ে থাকে। এই সর্ষেখেত তোমাকে দেখে।
সারাদিন তোমাকে দেখে। সারারাত তোমাকে দেখে।
কলঙ্কের কালি মুছে সন্ন্যাসী সড়ক উঠে দাঁড়ায় …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন