বৃষ্টিরাত
লেখক : আলী ইব্রাহিম
শেষ বিকেলে যখন রিপাদের বাড়িতে যাই তখন সে শহরদীঘিতে স্নান করে ঘরে ফিরছিল। পাখিরা ফিরছিল লালনমন্দিরে। শান্ত সন্ধ্যায় ভাঁটফুল কেঁদে ওঠে। বিষাদের শূন্যতায় উঠোনজুড়ে তখন মহুয়ার গন্ধ। প্রাগৈতিহাসিক রাত এসে দাঁড়ায় এই উপত্যকায়। বৃষ্টি যখন আসে …