সে এসেছিলো

লেখক : আলী ইব্রাহিম

একবার এক জলপাখি এসেছিলো আমার বাগানে
গন্ধব ছড়িয়ে বলেছিলো, এই কবি! এখনও ঘুমোওনি!
কী আঁকো সন্ন্যাসী চোখে
কী লেখো উদাস মনে
এমন শীতের রাতে কেউ একাকী জেগে থাকে!
এসো জলসভ্যতায়। এসো এই উপত্যকায়।
বরফ আগুনে তীব্র …

ভালো থেকো

লেখক : আলী ইব্রাহিম

আজ আর তোমার অনুগ্রহ চাই না
কোনো সুপারিশ চাই না
তোমার কাছ থেকে কোনো ক্ষতিপূরণও চাই না।
একেবারে মহাশূন্যে প্রস্থান। ভালো থেকো।
কিন্তু আমার সবকিছু না চাইতেও দিয়েছিলাম
তোমার কিছু না থাকা সত্বেও ভালোবেসেছিলাম।
এই বৃক্ষ। …

সব রাজাকারের ফাঁসি চাই

লেখক : আলী ইব্রাহিম

এই যে রাজাকার
৭১-এ আমার বোনকে লুট করেছে,
আমার ভাইকে ধরিয়ে দিয়েছে,
এই যে রাজাকার
আমার বাবা’কে বাঙ্কারে মেরেছে
তিন বিঘা জমি দখলে নিয়েছে
এই রাজাকারের ফাঁসি চাই! ফাঁসি চাই!!
এই যে রাজাকার
৭১’এ বুদ্ধি মেরেছে,…

তোমার চোখের প্রাতুর্যে

লেখক : আলী ইব্রাহিম

তোমার চোখের প্রাতুর্যে আমি প্রেমিক হয়েছি
তোমার চোখের আরাধ্যে আমি কবি হয়েছি
পৃথিবীতে এমন সুন্দর চোখ দেখিনি আর!
তোমার চোখের গভীরতায় আমি আকাশ দেখতে পাই
ওই বিশালতায় তাকিয়ে আমি ওলট-পালট হয়ে যাই।
বলতে চাই, ভালোবাসি। ভালোবাসি। …

ফুল ও কবি

লেখক : আলী ইব্রাহিম

আমাদের এই শহরে এখন ফুল হওয়াটা অনেক সহজ
আমাদের বাগানের প্রজাপতিগুলো প্রতিনিয়ত ফুল হয়
এই শহর এখন ফুলের সৌরভে উথলিত।
ফুলের অনেক দাম। আমার সাধ্য নেই সৌরভ ছোঁয়ার।
কবিরা সৃষ্টিপ্রিয়। কেবলি উদ্যানের কলঙ্ক মোছে।
এই বৃক্ষ …

অতলান্তের আলো

লেখক : আলী ইব্রাহিম

আগুনঘরে রাষ্ট্রের কুশপুত্তলিকা দাহ
যাজকতন্ত্রে জলজমিন ক্রমাগত বৃদ্ধ হয়।
সদাইমাছি রাজপুত হতে চায়,
নিদারুণ কাল; ধ্বংসযজ্ঞে
ত্রিশ লক্ষ মানুষের ইতিহাস ছিঁড়ে খায়।
ভূমিরেখায় আর্নিকা কষ্ট;
সজারু বাতাসে জল প্রার্থনায়
আমাদের দেবদারু বন অপেক্ষমাণ।
অতলান্তে জেগে ওঠে …

সেই মেয়েটি

লেখক : আলী ইব্রাহিম

তার পায়ের আওয়াজ পেয়েই এগিয়ে গেলাম
তার চোখে চোখ পড়তেই ভ্রষ্ট হলাম
তার চোখে চলতে গিয়ে সব হারালাম!
সেই মেয়েটি
হারিয়ে গেলো,
কষ্ট পেলাম!
সেই মেয়েকে
খুঁজতে গিয়ে
হৃদয় পুড়ে ক্লান্ত হলাম!
সেই মেয়েটি
সেই যে …

তিন্নীর ভালোবাসায়

লেখক : আলী ইব্রাহিম

তিন্নী আমার বন্ধু।
তিন্নী সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভালোবাসতো।
‘কেউ কথা রাখেনি, আমি কীরকমভাবে বেঁচে আছি’
আবৃত্তি করে বলতো, আহা! সুনীল কী লিখেছে মাইরি!
তিন্নী আসাদ চৌধুরীর ‘বারবারা বিডলারকে’ পড়ার পর খুব কেঁদেছিল।
আর বলেছিল, এরকম কবিতাও …

জলফোঁটা

লেখক : আলী ইব্রাহিম

আদিমতায় তুমি প্রভাবমুক্ত
তোমার ইচ্ছেয় সব হয়
লক্ষণ দেখে তুমি সব বুঝতে পারো।
তোমার ধ্যানে ডুবসাঁতার কাটে ঈশ্বরপুত্র
অথচ তুমি ঈশ্বররূপে ইতিহাস গড়ো।
প্রেমিকরা বেঁচে থাকে তোমার আরাধ্যে
জলভাটা তোমাকে স্পর্শ করে না
কেননা তুমি জলধি।…

স্বাভাবিক

লেখক : আলী ইব্রাহিম

তোমাকে আর সতর্ক করবো না
তোমার অন্তর ও কান মহর আচ্ছাদিত।
চোখে আবরণ। তুমি আজ কিছুই দেখছো না!
আমি আর তোমার কাছে বিশ্বাসী হতে চাই না
তোমার চলে যাওয়া দেখে অবাক হয়েছি
পরিহাসের পরিণামে অবাধ্য ঘুরে …

প্রজাপতি

লেখক : আলী ইব্রাহিম

সমুদ্রে নেমেই দেখি একটা জলপাখি
আমার প্রতীক্ষায় সে হাঁটু পানিতে নেমেছিল।
আমিও ডুব দিয়ে পানির তলে তাকে টেনে ধরি
তখন সে হাঁসফাঁস করে
আচঞ্চল নৃত্য বয়ে যায়, ঝড় হয়।
সাগর জলে প্রজাপতি সাঁতরে বেড়ায়
সলিল সৌরভে …

দৃশ্য ও অদৃশ্যতায়

লেখক : আলী ইব্রাহিম

কী অপরূপ অবতীর্ণ!
আমি এখন আগুনকে ভয় পাই
সুসংবাদ এনেছে বহতা নদী
জলের আলিঙ্গনে তুমি স্থায়ী।
মৃত্যুর পর আমি তোমার কাছেই ফিরে যাবো
আমি তোমার সেই সৃজনশীলতাই ঘোষণা করছি।
নিশ্চয়ই তুমি সব শুনছো!
এই! অমন করে …

জলছবি

লেখক : আলী ইব্রাহিম

মিরা,
আজ এই জলট্রেনে আমার আর বসার কোনো জায়গা নেই।
দাঁড়িয়ে আছি পিরামিড হয়ে।একা। তুমি কাছে নেই।
জলের ওপর তোমাকে দেখছি। তোমার সাদা কালো ছবি আঁকছি।
সেখানে এই আলী ইব্রাহিমের কবি হওয়ার গল্প লিখছি।
কিন্তু সাদা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন