ফুল ও কবি

লেখক : আলী ইব্রাহিম

আমাদের এই শহরে এখন ফুল হওয়াটা অনেক সহজ
আমাদের বাগানের প্রজাপতিগুলো প্রতিনিয়ত ফুল হয়
এই শহর এখন ফুলের সৌরভে উথলিত।
ফুলের অনেক দাম। আমার সাধ্য নেই সৌরভ ছোঁয়ার।
কবিরা সৃষ্টিপ্রিয়। কেবলি উদ্যানের কলঙ্ক মোছে।
এই বৃক্ষ স্বেচ্ছায় বন্ধ্যাত্ব মেনে নিয়েছে।
কিন্তু একটি নিষ্পাপ ফুলের প্রত্যাশায়
একটি পবিত্র পরাগায়নের আস্থায়
একটি সফল অঙ্কুরোগমের আশায়
একটি ফুলের পাপড়ি বিকাশের ভরসায়
টিকটিকি স্বভাবে বড় হয় কবি। ফুলগুলো অন্যরকম।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।