প্রজাপতি

লেখক : আলী ইব্রাহিম

সমুদ্রে নেমেই দেখি একটা জলপাখি
আমার প্রতীক্ষায় সে হাঁটু পানিতে নেমেছিল।
আমিও ডুব দিয়ে পানির তলে তাকে টেনে ধরি
তখন সে হাঁসফাঁস করে
আচঞ্চল নৃত্য বয়ে যায়, ঝড় হয়।
সাগর জলে প্রজাপতি সাঁতরে বেড়ায়
সলিল সৌরভে …

দৃশ্য ও অদৃশ্যতায়

লেখক : আলী ইব্রাহিম

কী অপরূপ অবতীর্ণ!
আমি এখন আগুনকে ভয় পাই
সুসংবাদ এনেছে বহতা নদী
জলের আলিঙ্গনে তুমি স্থায়ী।
মৃত্যুর পর আমি তোমার কাছেই ফিরে যাবো
আমি তোমার সেই সৃজনশীলতাই ঘোষণা করছি।
নিশ্চয়ই তুমি সব শুনছো!
এই! অমন করে …

জলছবি

লেখক : আলী ইব্রাহিম

মিরা,
আজ এই জলট্রেনে আমার আর বসার কোনো জায়গা নেই।
দাঁড়িয়ে আছি পিরামিড হয়ে।একা। তুমি কাছে নেই।
জলের ওপর তোমাকে দেখছি। তোমার সাদা কালো ছবি আঁকছি।
সেখানে এই আলী ইব্রাহিমের কবি হওয়ার গল্প লিখছি।
কিন্তু সাদা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।