মৃগয়া নগরে
লেখক : অনুপম দাশশর্মা
তোমার হেঁটে ফিরে যাওয়া দেখলে
আমার কর্ণিয়া ঝাপসা হয়
ওরা বলে ভন্ডামী
তোমার সবুজে ঘেরা দৃষ্টিতে ভিজে গেলে
আমার অনামিকা অস্থির হয়ে ওঠে
ওরা বলে ন্যাকামী
স্পর্শ না কী সস্তা এখন
এই মৃগয়া-নগরে..
সম্পর্কের ব্যস্তানুপাতে উত্তাল …