গাছের মৃত্যু
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
যখন তোমরা গাছ কাটো
তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো?
ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে
যদি সেই কুড়ুল দিয়ে তোমায় আঘাত করা হয়
তোমার কি লাগবে না? তোমার চোখ থেকে কি জল বেরোবে …
arghyadeepchakrabortybaruipur@gmail.com
যখন তোমরা গাছ কাটো
তখন গাছের কত কষ্ট হয় বুঝতে পারো?
ধরো, যে কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে
যদি সেই কুড়ুল দিয়ে তোমায় আঘাত করা হয়
তোমার কি লাগবে না? তোমার চোখ থেকে কি জল বেরোবে …
অনেক কঠিন সত্যের পথে থাকা,
অনেক সহজ মিথ্যার পথে থাকা।
সত্যের পথে সবাই থাকতে পারে না,
যারা পারে তারাই পায় ভগবানের ভালোবাসা।
মিথ্যার পথে থাকলে সুখ দু’দিনের,
সত্যের পথে থাকলে সুখ চিরদিনের।
মিথ্যার পথে যে থাকে …
আগের জন্মে আমি কী ছিলাম
তা এ জন্মে জানি না।
আমি কি আদৌ মানুষ ছিলাম না অন্য কিছু?
আমার বাড়ি কোথায় ছিল?
আমার জন্মভূমির নাম কী ছিল?
আমার আত্মীয়-স্বজনের নাম কী ছিল?
যাঁরা আমায় পৃথিবীর আলো …
…তোমার নূপুর আলতা পায়ে চুম্বন করা,
যা সেই চুম্বনের থেকেও ভালো – লোভের বশে সোনার ঘড়াকে করা।
তোমার নূপুর আলতা পায়ের গন্ধে ডুবে যাওয়া,
যা স্বর্গের অপ্সরীদের খোঁপায় গোঁজা ফুলের সুবাসের থেকেও মায়াধরা।
তোমার নূপুর আলতা
আমি এখনও অব্ধি তোমায় বলতে পারলাম না ‘ভালোবাসি’,
তোমাকে যতবারই দেখি যতবারই কাছে আসো,
শুধু বলার চেষ্টা করে যাই-তবু বলতে পারি না।
আমার খাওয়া, ঘুম ত্যাগ হয়েছে তোমায় বলতে পারছি না বলে,
দিনের পর দিন কথাটা …
তোমায়
হঠাৎ দেখতে ভালো লাগে,
বিনা সাজে দেখতে ভালো লাগে,
পিঠের উপর পড়া এলো চুল ঠিক করতে যখন মাথা দুদিকে ঘোরাও তখন দেখতে ভালো লাগে,
নিচের ঠোঁট যখন আলতোভাবে দাঁত দিয়ে কামড়াও তখন দেখতে ভালো লাগে,…
নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী।
আমার এ একেলা জীবনে সঙ্গী হও-
ধন্য কর তোমার ছোঁয়ায়, ও সখী।
দিবস রজনী মাতিয়ে রাখব তোমায় তুলে প্রেমের ধ্বনি
মাঝে মাঝে আলতা পড়ে রাঙিয়ো আমায় ওগো প্রাণের দেবী।…
সূর্য সেই সৃষ্টির শুরু থেকেই আলো দিয়ে আসছে
অথচ একদিনের জন্যেও তার আলো নিভে যায় নি,
কিন্তু মানুষের সৃষ্ট বৈদ্যুতিক বাতি একনাগাড়ে
দীর্ঘক্ষণ জ্বলতে পারে না।
এই হলও তফাৎ প্রাকৃতিক বস্তু আর কৃত্রিম বস্তুর মধ্যে।
-২৪/২/২০২৪…
মন স্থির কর আকাশের মত,হবে তুমি উদার ও মহান।
মন স্থির কর সূর্যের মত,হবে তুমি তেজোদীপ্ত ও ধর্মে, কর্মে বীর।
মন স্থির কর চাঁদের মত,হবে তোমার আচরণ শান্ত, স্নিগ্ধ।
মন স্থির কর নদীর মত,তোমার জীবন বয়ে …
সূর্য বসছে পাটে।
দিনের বিদায় অনুষ্ঠানে-
মেঘেরা সিঁদুর খেলায় মাতছে,
তাই আকাশ রাঙিয়ে উঠছে।
পাখিরা বাসায় ফিরছে,
একক ভাবে নয়ত দলগত ভাবে,
কেউবা দল ছেড়ে ছন্নছাড়া হয়ে।
হালকা বাতাস উপহার দিয়ে সন্ধ্যা এগিয়ে আসছে।
দীঘির পাশের …
আমায় নূপুর করে পড়াও কন্যা দুই চরণে তোমার
এটুকু আশা পূরণ করো সার্থক হবে জীবন আমার।
থাকতে চাই তোমার চরণে সদা
খুলোনা আমায় কখনও যেন-
ওগো জাগবে যে, আমার হৃদয়ে ব্যথা।
তোমার ও দুই কোমল চরণ …
শ্যামা মা তোর এত রূপের মায়া
করেছিস তাই আমায় দিশেহারা।
মা’রে তোকে বড্ড ভালোবাসি-
তাইতো তোকে ডেকে ডেকে ভুলে যাই
কখন আসে দিবস, কখন যায় নিশি।
জানি মা তুই দুর্গা, তুই ব্রহ্মা
এ বিশ্বের আদি স্রষ্টা।…
ভালোবাসবো বললে ভালোবাসা যায় না
ভালোবাসা হয় আপনা-আপনি
কোনো শর্ত মেনে হয় না।
ভালোবাসার জন্য যা প্রয়োজন তা হল ‘মন’।
মন তো সকলের থাকে
কিন্তু মনের মতো মন ক’জনের থাকে?
ভালোবাসার ভিক্ষা পাত্র নিয়ে যারা ঘুরে …