আমি অমর হতে চাই
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
এইখানে এই মনের মাটিতে প্রিয়াকে দিয়েছি কবর,
ওর শোক যাতে আমাকে না ঘিরে ধরে তাই মৃতদেহটা নিজের দেহে করেছি ধারণ-
ফাঁকা-ফাঁকা লাগে না, পাশে কেউ নেই এই ভাব জাগে না।
মনের মাটিতে কবর দিলে-
সে দেহে …
arghyadeepchakrabortybaruipur@gmail.com
এইখানে এই মনের মাটিতে প্রিয়াকে দিয়েছি কবর,
ওর শোক যাতে আমাকে না ঘিরে ধরে তাই মৃতদেহটা নিজের দেহে করেছি ধারণ-
ফাঁকা-ফাঁকা লাগে না, পাশে কেউ নেই এই ভাব জাগে না।
মনের মাটিতে কবর দিলে-
সে দেহে …
তুমি বললে না ভালবাসি।
তাই কত পূর্ণিমার রাত এমনিই মিছে গেল,
জাগা হলো না।
তুমি বললে না ভালবাসি।
তাই বিশ্বের সব গোলাপ শাখাতেই ঝরে গেল,
তোমার হাতে এলো না।
তুমি বললে না ভালবাসি।
তাই রাত জেগে …
জীবনে অনেক পথ পেড়িয়ে এসেছি।
মন ভাঙাভাঙির পর্ব জিতে
ভুল বোঝাবুঝির সমাধান করে
সান্ত্বনার আকাশে বেড়িয়ে
লড়াইয়ের সূর্যকে হারিয়ে
কষ্টের নদী ঝরিয়ে
দুঃখের সাগরে ভেসে
এখন আমি ক্লান্ত। আমার বিশ্রামের প্রয়োজন,
আমায় ঘুমোতে দাও।
কেউ ডেকো …
আমি হারিয়ে গেছি একেবারে
তাই আর খুঁজে পেতে চাই না কোনোমতে।
আমি মিলিয়ে গেছি অস্ত আকাশে
তাই আর উদয় হতে চাই না নতুন ভোরে।
আমি ডুবে গেছি অকূল সাগরে
তাই আর ভেসে উঠতে চাই না কোনো …
জীবনের নাম হোক কর্ম।
জীবনের বাণী হোক শক্তি।
জীবনের মন্ত্র হোক সেবা।
জীবনের ধর্ম হোক ভালোবাসা।
জীবনের প্রেম হোক উদার।
জীবনের প্রীতি হোক করুণা।
জীবনের লক্ষ্য হোক ইচ্ছা।
জীবনের চিন্তা হোক ত্যাগ।
জীবনের চেতনা হোক ভক্তি।…
ওরে মন আমার আজ নাচ তুই হরির গানে।
দেখবি তোর এ হৃদয় ভরবে শুধু নির্মলতার পূর্ণ প্রাণে।
ওরে মন আমার আজ ধর তুই রাধার নাম।
দেখবি তোর এ হৃদয়ে জাগছেন তিনি সেই মনোরম।
ওরে মন আমার …
আমি তো হাতরে ফিরি এদিক ওদিক;
খুঁজি তোমায়, তোমার পরশ গায়ে মাখতে চাই।
তোমাকে তবুও পাই না।
জীবনে একবারও তোমাকে ছুঁতে পারলাম না !
কোন সে অজ্ঞাত বাধা,
কোথায় আছে সেই অদৃশ্য শক্তি,
যার কবলে আমি …
আমি ভাঙব এ বিশ্বের যত আদি নিয়ম কানুন।
আমি গড়ব এ বিশ্বকে নিজের মতো।
আমি রাঙাব এ বিশ্বকে আমার রক্ত দিয়ে।
আমি নাশিব এ বিশ্বের যত দস্যু-দানো।
আমি ডলাব এ বিশ্বকে আমার পায়ের তলায়।
আমি হাসাব …