রিফিউজি
কবি: চিরঞ্জিৎ সাহা
আবেগ ঘনায় প্রেমের সে দ্বীপ, চা পাতার এক সবুজ দেশ,
বিহুর সুরে, ভরুই ওড়ে, দিগন্তে নীল খুশির রেশ।
সোনালি ক্ষেতে রোদের আদর, মেঘডানাতে মাজুলি চর;
ভূপেনজি আর কালিকাপ্রসাদ, লোকসুরের এক আঁতুড়ঘর।
পোস্টবাক্সে সজোর আঘাত, রাজার এল আজ …