এবার ঘুমাও… কবি

লেখক : দাউদুল ইসলাম

ঘুমাও নি… কবি
কেন পোড়াও…  নিষুপ্ত রজনী 
কোন সুখে?
আর কত জাগবে বিষন্ন প্রহরী,
নিজেকে একা রেখে!.. 
কিসের এতো হাহাকার বুকে 
নিরাকার পাথর চেপে
সইছ ব্যথা ধূকে ধুকে!..
যাও এবার…  ঘুমাও 
শ্রাবণের নিশিযাপনে
মিলন হোক দুচোখের …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন