শূন্য অভিযান
লেখক : গৌরাঙ্গ রায় পলাশ
আলোতেও যখন অন্ধ সমাজ
ভুলে যায় হিতাহিত,
তারাই নাকি খুঁজবে এবার
নতুন দিনের পথিক!
প্রভাত থেকেই চলছি ছুটে
দেখলো না কেউ চোখে
আর কতদিন থাকবো বল
…
gaurangaray47@gmail.com
আলোতেও যখন অন্ধ সমাজ
ভুলে যায় হিতাহিত,
তারাই নাকি খুঁজবে এবার
নতুন দিনের পথিক!
প্রভাত থেকেই চলছি ছুটে
দেখলো না কেউ চোখে
আর কতদিন থাকবো বল
…
সেদিন তুমি যাচ্ছিলে ডুবে
টেনে আনলাম কূলে
কথা দিয়েছিলে মানব তোমার
যাব না কখনো ভুলে।।
বর্তমানের ছোঁয়ার তুমি
ভুলেছো হিতাহিত
পিছনে ফিরে তাকিয়ে দেখ
কি তোমার অতীত।।
ভুলে যাইনি সেদিন আমি
বলেছিলে তুমি কি?
প্রশ্ন …