জাগরণ

লেখক : গৌরাঙ্গ রায় পলাশ

সেদিন তুমি যাচ্ছিলে ডুবে
টেনে আনলাম কূলে
কথা দিয়েছিলে মানব তোমার
যাব না কখনো ভুলে।।

বর্তমানের ছোঁয়ার তুমি
ভুলেছো হিতাহিত
পিছনে ফিরে তাকিয়ে দেখ
কি তোমার অতীত।।

ভুলে যাইনি সেদিন আমি
বলেছিলে তুমি কি?
প্রশ্ন করেছি বলেই আমি
আজ নাকি বিদ্রোহী।।

হাজারো রঙিন স্বপ্ন দিয়ে
দুচোখ দিলে ভরে
মাঝরাতে আজ ঘুম ভেঙে যায়
আর্তনাদ হাহাকারে।।

এই করিবো কাজও দিব
বলবে তুমি আর কত?
এভাবেই তো বহু বছর
করেছো তুমি গত।।

অবুঝ শিশুর মতই শুধু
করে গেলাম বিশ্বাস
জানি না কখন হয়েছি আমি
তোমার কথার দাস।।

চুপটি করে ছিলাম বলে
হয়নি কোন কাজ
একাই আমি রাজপথে আজ
ঘুমিয়ে এখনও সমাজ।।


লেখক পরিচিতি : গৌরাঙ্গ রায় পলাশ
গৌরাঙ্গ রায় পলাশ

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।