ভালবাসার অভাব

লেখক : বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)

এই শহরে,
একজোড়া বিশস্ত হাতের মানুষটার বড্ড অভাববোধ করছি,
কেনো আমার বেলায় এমনটা হয়?
ভাগ্যের বিরম্বনায় আর সাদৃশ্য অর্থ দিয়ে যে ভালবাসার পরিমাপ হয়।
— তা আমার জানা ছিল না।

তবে কি ভালবাসার চেয়ে,
সমৃদ্ধশীল অর্থের প্রাচুর্য বেশী!

এই শহরের,
আমি নিতান্তই এক সহজ-সরল মানুষদের একজন,
ধরতে পারেন সস্তা হাটের সস্তা কবি।
ইচ্ছা হলেই নিজের মতো করে কাব্যটাকে খাতায় লিখি,
কিংবা তা প্রকাশ করে পৌঁছে দেই সস্তা পাঠকের কাছে।
জানেন বাবু,
— আজ কাল কাব্য বেশ পানসে হয়ে গেছে।
নিয়ম করে কেউ সাহিত্য চর্চায় মনন দিতে দেখা যায় না খুব একটা।

এই শহরের,
আমি অচেনা পথের এক নির্বাক উদ্দেশ্যেহীন পথিক।
দীর্ঘ দিন পথ চলতে চলতে এখন আমি ক্লান্ত
-খুব ক্লান্ত!
তোর শহরটাতে আর যাওয়া হলো না আমার।
আর যাওয়াই হবে বা কেনো?
—কারণ তুই ছাড়া এই শহর বড্ড বেশি একা লাগে,
জনকোলাহল থাকা সত্ত্বেও।

এই শহরে,
আকাশ কালো হয়, সূর্যের মুখেও কালো ছাপ পরে
হঠাৎ করেই নীল আকাশ অভিমান করে বৃষ্টি নামায়।

—জানিস
আমার মনেও প্রচন্ড কষ্টের অভিমানের পাহাড় জন্ম হয়,
দু চোখ দিয়ে অশ্রু ঝড়াতে যে আমারো হয়।

এই শহরে আমি নিতান্তই এক, উদ্দেশ্যেহীন নির্বাক পথিক


লেখক পরিচিতি : বাহারউদ্দিন আহম্মেদ (শ্রাবণ)
আমি বাহার উদ্দিন আহম্মেদ। ডাক নাম বাহার অনেকে শ্রাবণ বলেও ডাকে। কবিতার প্রতি নিজের অন্যরকম একটা মায়া কাজ করে হোক সেটা যেকোনো কবিতা যেকোনো লেখকের। লিখতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি। বিশেষ করে যারা মানবতার কাজ করে কিংবা সাহিত্যকে ভালবাসে তাদের প্রতি সব সময় একটা শ্রদ্ধা ও ভালবাসাকাজ করে।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।