চোখের জল
কবি: পার্থপ্রতিম সিংহ
আগস্ট মাসের পনেরো মানে
উৎসবেরই গন্ধ।
দেশবাসির হাসি মুখে
জাগে খুশির ছন্দ।
প্রভাতফেরির মিছিল মানে
ফুল পতাকার বন্যা!
একি হঠাৎ বৃষ্টি ঝরাস্
মেঘ বালিকা কন্যা?
ওমা, এটা বৃষ্টি নাকি!
বৃষ্টি কোথায় বল্?
দেশের জন্যে শহিদ যাঁরা
তাঁদের …