পুজোসংখ্যা
লেখক: জুবিন ঘোষ
শারদীয়াতে যেমন উমা তাঁর ছেলেমেয়েদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি লেখকরাও পুত্র-কন্যা স্বরূপ তাঁদের মানস পর্বত থেকে উদ্ভূত গল্প-কবিতা-উপন্যাস নিয়ে শারদীয়াতে নব-নব রূপে আবির্ভূত হন। এটাই সেই মহেন্দ্রক্ষণ যখন লেখকরাও পাঠকদের কাছে পূজিত হন। পুজো সংখ্যা …