আশা

লেখক : মধুমিতা রায় চৌধুরী মিত্র

ধূসর পৃথিবীতে এমন আগুনের তাপ এলো হঠাৎ–
এ তো হওয়ারই ছিলো–
লোভী মানব সভ্যতার উৎসবের ফসল।
জ্বলছে দেহ, হারছে বিজ্ঞান–
তবু উৎসবের নেই কোনো ছেদ–
তবুও আনন্দের নেই কোনো সীমা।
মানুষ-মন কি অসাড় হলো!…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।