ভূতুড়ে জমি
লেখক : মোঃ নিয়ামুল ইসলাম
।। ১ ।।
মা ফোন দিয়ে কান্নামিশ্রিত কন্ঠে বললো, “শিয়াল পাড়ার ক্ষেতে তোর আব্বারে কাল রাইতে জ্বীনেরা মাটির মধ্যে কোমর পর্যন্ত গাইড়া রাখছিল। এখনও ওনার হুঁশ ফিরে নাই।”
আমি স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলাম, “হসপিটালে নিয়েছিলা …