ক্ষমা

লেখক : মিথুন বিশ্বাস

ক্ষমা করো প্রভু
ঘটে যদি প্রমাদ কভু
নিদারুণ কঠিনসম,
ক্ষমা করো হে নিরুপম।

কেটেছে কত অহর্নিশ
ক্ষুদ্র তুচ্ছ কর্মে, জ্ঞাতে-অজ্ঞাতে
তোমাকে ভুলে।
আমার এ ভুল
তুমি ক্ষমিও।

কত মিছে কথা, কত মিছে হাসি
কত দীর্ঘশ্বাস,
কত …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।