বিজয়ী হোক স্বাধীন চিন্তা-শুভ চিন্তা
লেখক: পর্ণা সেনগুপ্ত
স্বাধীনতা অর্থ স্ব -অধীন,
যার প্রকৃত মানে,
বোধোদয়ের বেলা ইস্তক
চলেছি খুঁজে।
এই যেমন বলি কিছু
সাধারণ মেয়েদের গল্প,
হতে পারে নাম তার
পৃথা, অরুণিমা, সুনিতা, রুবিনা, মালালা
কিংবা জেনিফার।….
তাদের জন্ম হয়তো
কোনো ছোট গ্রামে,
মফঃস্বল-এ বা …