চাষাভুষা ও নান্দনিক
লেখক : প্রভঞ্জন ঘোষ
চাষাভুষা
আমরা বাবু চাষাভুষা
মাঠ আমাদের মিতা
কুড়িয়ে বাড়িয়ে যা টুকু পাই
তাই গিলি, শাকপাতা- – –
বিদ্যালয়ের ধার ধারি না
মাড়াই না তার ছায়া
আল আমাদের ঝুল-বারান্দা
জমিন খানি দাওয়া।
খেতখামারের জল ঘুলিয়ে
মাছ টুকু …
pravanjanghosh21@gmail.com
আমরা বাবু চাষাভুষা
মাঠ আমাদের মিতা
কুড়িয়ে বাড়িয়ে যা টুকু পাই
তাই গিলি, শাকপাতা- – –
বিদ্যালয়ের ধার ধারি না
মাড়াই না তার ছায়া
আল আমাদের ঝুল-বারান্দা
জমিন খানি দাওয়া।
খেতখামারের জল ঘুলিয়ে
মাছ টুকু …
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
হরিৎবর্ণ হয়ে উঠছে প্রতিটি শস্যপ্রান্তর
আকাশের আয়নায় বিচ্ছুরিত আভরণ।
স্বাতী নক্ষত্রের জল ঝরে পড়ছে
রত্নগর্ভ হয়ে উঠছে আসমুদ্রসৈকত
ঝিনুকের বুক চেরা সুডৌল মুক্তো!
সে এক পক্ষী নৈসর্গিক কুয়াশার
ঊর্ধ অঞ্চলে বারি …
আর সকলি গেছে-
রিক্সো থেকে রিক্সো চাকা
ঘাট হয়েছে শূণ্য ফাঁকা
আকাশ থেকে সরে গেল
সেই যে চিত্রলেখা!- – –
শাখার পাখি উড়ে গেছে
কোন অজানার মাঝে।
চাকের থেকে মধুমক্ষী
কোথায় উড়ে গেল
দোরের থেকে দুরাত্মীয়…
সরকার ঠিক থাকলে সবকিছু ঠিক
সংসার থেকে সীমানা,
সরকার ঠিক থাকলে শহর ঠিক
শহরতলি, পাড়াগাঁ।
সরকার ঠিক থাকলে
বিদ্যুৎ বিন্যাস শূন্য দিয়ে হতে পারে
কিংবা ভূতল-
সুবিন্যস্ত হতে পারে মনোরেল।
সরকার ঠিক থাকলে
গুম্ হওয়া যেতে …
বরঞ্চ নিজেই তুমি ধরো না
খেয়ার রশ্মি,
বরঞ্চ নিজেই গুন টেনে
পার করো যোজন সরণী;
নৌকো চৌখস্ থাকে
তারপিনের গন্ধ এখনো ক্ষীণ-
বরঞ্চ, নিজেই করো মোট রপ্তানি- – –
নিজেই সমুদ্রের ভার নাও
চিতহিন্দোল, ঢেউমাতালিনি!-
উপল …
চরম উৎকর্ষ নিয়ে একাধারে।
ঝুল ও ডালপালা নিয়ে
ল্যাম্পপোস্টের গোড়ালিগুলো করছে ভঙ্গুর
অন্যদিকে;
উগ্র গন্ধকযুক্ত উদজান
কোমল নাভিপদ্মে তুলছে
পরস্পরবিরোধী তরঙ্গ।
একাধারে
রঙের নিবিড়তা দেখি
আলোর উজ্জ্বল মঞ্চে
চুমকির মতো চিকমিকিয়ে ওঠে
প্রতিটি আহ্লাদ,…
যত বলি আয়
হাত নেড়ে নটবর
বলে ওঠে- হায়।
যত বলি নে
অনুপম্ বলে ওঠে
নীচে ফেলে দে।
যত বলি দ্যাখ
ডাঁয়ে-বাঁয়ে ঘাড় নাড়ে
তিন-দুই-এক।
যত বলি ধর
অপলক চেয়ে থাকে
দাঁড়িয়ে দোসর।
যত …
সবকিছুকে বাদ দিয়ে
হাঁটিয়ে, ঝেড়ে
দূরে হটাও,
ঠেল্ দিয়ে আর চাপ্ দিয়ে।
সরিয়ে ঘাটের পানাগুলো
তলতা বাঁশের ঘের দিয়ে
শক্ত দড়ির গিঁট্ দিয়ে
সূর্যেরে রোজ ফুটিয়ে তোল
সূর্যমুখীর ছোপ্ দিয়ে।
হর্ষে খেলুক শালিক-ঘুঘু
সরাও চাঙড় …
রক্তধারা বয়ে যায়
অশেষ রক্তবীজ
নিক্কন্ ধ্বনি গুঞ্জায়,
স্বর্গীয় সুরতান।
সম্পূর্ণ দু’খানা হাত
হাতকে বয়ে নিয়ে স্কন্ধ
স্কন্ধকে বয়ে নিয়ে বক্ষ
বক্ষকে উদর
উদরকে কোমর
কোমরকে চরণ
আদ্যপান্ত একটি শরীর
শরীরে চর্মের সম্ভার,
চর্মাচর্মবৃত জনৈক মানব…
এদের সাথে ঘুরতে গিয়ে
হেথায় ঘোরা যায় থেমে
যেথায় থাকে দোয়েল-টিয়া
ঝিঁঝিপোকা নি:ঝুমে।
যেথায় আমার নিত্য ঘোরা
পদ্মদীঘির ফুলবনে
যেথায় সবুজ কচি ঘাসের
আসন পাতা সবখানে।
যেথায় নদীর বালুচরে
কাঁকড়া- ঝিনুক- বকপাখি
কাদাখোঁচার নৃত্য দেখে
অবাক …
এতটা সম্মান ভালো নয়
ভালো নয় এতই সম্ভ্রম।
আসুন একটু অ-ভদ্র হই-
অন্যথায়, পথ তোমায় করবে বন্দি
অন্যথায়, অফিস দেবে টিপ্পনী;
অন্যথায়, রাস্তার শ্বাপদগুলো
উরুত আঁচড়ে
করে দেয় রুগি!-
আসুন নিজেরাই একটু বন্য হই।
আসুন সহাস্য, …
আপন মনে যাচ্ছে সুহৃদ
সেই দৃশ্য দেখতে ভালো
মাছ কিনছে খুশির প্রাণে
সেই দৃশ্য দেখতে ভালো
খেলছে প্রিয়, ক্রিকেট খেলা
সেই দৃশ্য চমৎকারা
হাঁটছে দীঘায় ভ্রমন-হাঁটা
সেই দৃশ্য মনোহরা –
আদুল গায়ে দিচ্ছে লাঙ্গল…