রক্তনির্ঝর

লেখক : প্রভঞ্জন ঘোষ

রক্তধারা বয়ে যায়
অশেষ রক্তবীজ
নিক্কন্ ধ্বনি গুঞ্জায়,
স্বর্গীয় সুরতান।

সম্পূর্ণ দু’খানা হাত
হাতকে বয়ে নিয়ে স্কন্ধ
স্কন্ধকে বয়ে নিয়ে বক্ষ
বক্ষকে উদর
উদরকে কোমর
কোমরকে চরণ
আদ্যপান্ত একটি শরীর
শরীরে চর্মের সম্ভার,
চর্মাচর্মবৃত জনৈক মানব…

প্রত্যাবর্তন

লেখক : প্রভঞ্জন ঘোষ

এদের সাথে ঘুরতে গিয়ে
হেথায় ঘোরা যায় থেমে
যেথায় থাকে দোয়েল-টিয়া
ঝিঁঝিপোকা নি:ঝুমে।

যেথায় আমার নিত্য ঘোরা
পদ্মদীঘির ফুলবনে
যেথায় সবুজ কচি ঘাসের
আসন পাতা সবখানে।

যেথায় নদীর বালুচরে
কাঁকড়া- ঝিনুক- বকপাখি
কাদাখোঁচার নৃত্য দেখে
অবাক …

রক্ষণশীল

লেখক : প্রভঞ্জন ঘোষ

এতটা সম্মান ভালো নয়
ভালো নয় এতই সম্ভ্রম।
আসুন একটু অ-ভদ্র হই-
অন্যথায়, পথ তোমায় করবে বন্দি
অন্যথায়, অফিস দেবে টিপ্পনী;
অন্যথায়, রাস্তার শ্বাপদগুলো
উরুত আঁচড়ে
করে দেয় রুগি!-
আসুন নিজেরাই একটু বন্য হই।
আসুন সহাস্য, …

দুটি কবিতা

লেখক : প্রভঞ্জন ঘোষ

দেখতে ভালো

আপন মনে যাচ্ছে সুহৃদ
সেই দৃশ্য দেখতে ভালো
মাছ কিনছে খুশির প্রাণে
সেই দৃশ্য দেখতে ভালো
খেলছে প্রিয়, ক্রিকেট খেলা
সেই দৃশ্য চমৎকারা
হাঁটছে দীঘায় ভ্রমন-হাঁটা
সেই দৃশ্য মনোহরা –

আদুল গায়ে দিচ্ছে লাঙ্গল…

ফাঁকি

লেখক : প্রভঞ্জন ঘোষ

অনেক কিছু আমরা দেখে ও দেখি না
আমাদের পাপ সেখানেই
বল্মীক বাসা বাঁধে,
অবক্ষয়ের ত্বক বিচ্যুত হয় অবিরল –
সমাবেশ বিচ্যুত হয়, সঙ্ঘ বিচ্যুত হয়
বিচ্যুত হয় বৃহত্তর প্রকল্প———
জগৎকল্যাণ যজ্ঞে সমারূঢ় হই
এসো, সংকল্প করি …

তাই ভালো

লেখক : প্রভঞ্জন ঘোষ

নাই ভালো তাই ভালো
তাই ভালো নাই ভালো কাঠি,
শুক্ কীট্ নাই ভালো
নাই ভালো ধূলো ঘাঁটাঘাঁটি।

চুম্বক নাই ভালো
তাই ভালো নাই টানাটানি-
ঠন্ ঠনে তীর নাই
নাই ভালো তাই ঝনঝনি।

কন্ঠর রেখা নাই
নাই …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন