সরকার ঠিক থাকলে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সরকার ঠিক থাকলে সবকিছু ঠিক
সংসার থেকে সীমানা,
সরকার ঠিক থাকলে শহর ঠিক
শহরতলি, পাড়াগাঁ।
সরকার ঠিক থাকলে
বিদ্যুৎ বিন্যাস শূন্য দিয়ে হতে পারে
কিংবা ভূতল-
সুবিন্যস্ত হতে পারে মনোরেল।
সরকার ঠিক থাকলে
গুম্ হওয়া যেতে পারে গুমঘরে
জুয়া-জুয়াড়ি-পানাসক্তি
রাহাজানি-রাউডি-গুন্ডামি
শেষ হতে পারে
শেষ হতে পারে রেশান ঘাটতি,
আসুন আমরাই সরকারকে ঠিক করি
নিজেরা হয়ে সম্পূর্ণ ঠিক।

সরকার ঠিক থাকলে
উত্তর ঠিক, পূর্ব ঠিক
দক্ষিন ঠিক, পশ্চিম,
সরকার ঠিক থাকলে
সম্পূর্ণ ঠিক পরিসীমাটি।
সরকার ঠিক থাকলে
পাশের রাষ্ট্র সংযম ঠিক
সিধে ঠিক দুস্কৃতি, জঙ্গি, নারীলোলুপী
অনুপ্রবেশকারী- – – –
সরকার ঠিক থাকলে
সম্মান ঠিক, সম্ভ্রম ঠিক, সামঞ্জস্যি-
আসুন আমরাই সরকারকে ঠিক করি
নিজেরা হয়ে সম্পূর্ণ সঠিক নাগরিক।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।