কাকদ্বীপের দুর্গারা
কবি: রাজদীপ নায়ক
আপনাদের মনে আছে ৬ই নভেম্বর?
মেঘ বাতাসকে রুদ্ধ করে, হাতে ছিল দা, খুন্তি ঝাঁটা
কতকাল আর ছাই চাপা আগুন, ধিকধিক তার শিখা।
পোড়া গন্ধে ভরপুর, সব বাবুদের ঘর
আমিও যাব সংগ্রামে, সঙ্গে যাবে বর।
সেই বাতাসে আজো …
Email ID missing
আপনাদের মনে আছে ৬ই নভেম্বর?
মেঘ বাতাসকে রুদ্ধ করে, হাতে ছিল দা, খুন্তি ঝাঁটা
কতকাল আর ছাই চাপা আগুন, ধিকধিক তার শিখা।
পোড়া গন্ধে ভরপুর, সব বাবুদের ঘর
আমিও যাব সংগ্রামে, সঙ্গে যাবে বর।
সেই বাতাসে আজো …
তোমার মনোরঞ্জন করা ছাড়া, কী বা সামর্থ্য আছে তোমার প্রেমিকের?
কতটুকু ভালবাসা দেওয়া যায় একজীবনে, কে তার হিসাব করবে বিকৃত ভাবনার?
তোমার ঐশ্বর্য লুন্ঠন করে যে প্রেমিক
তাকে দেখিয়েছো কখনো তোমার যুগল চোখ।
সে কি অনুভব!
নগ্ন …