আর জন্মে গাছ হব

কবি: রাজদীপ নায়ক

তোমার মনোরঞ্জন করা ছাড়া, কী বা সামর্থ্য আছে তোমার প্রেমিকের?
কতটুকু ভালবাসা দেওয়া যায় একজীবনে, কে তার হিসাব করবে বিকৃত ভাবনার?
তোমার ঐশ্বর্য লুন্ঠন করে যে প্রেমিক
তাকে দেখিয়েছো কখনো তোমার যুগল চোখ।
সে কি অনুভব!
নগ্ন বক্ষপিন্ড ভেদ করে সে করছে ধুকধুক
ঠোঁটটি বাড়িয়ে দিলই বিপদ আসন্ন।
যদিও আসন্ন বিপদে ভয় পায় না পিয়ালি।
চোখে চোখ রেখে ক’জন বলতে পারে-
তোমার গন্ধ মহুয়াকে হার মানায়
হার মানায় ভোরের শিউলি ফুলকে।
এর’ম লিলির শুভ্রতা শরীরে।
সে সব খান খান করছে তোমার প্রেমিক
উপভোগ করছো তুমি।
মনোরঞ্জন করা ছাড়া কী বা সামর্থ্য আছে তোমার প্রেমিকের?

আর জন্মে যেন গাছ হই
তোমাকে অক্সিজেন দেব
ছায়া দেব, চাইলে এক দুটো ফলও দেব।
আর জন্মে গাছই হব।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: রাজদীপ নায়ক
টুকটাক লেখালেখি করি। ভালোবাসি ছবি আঁকতে। আর জানতে। মেদিনীপুরের গ্রামে বড় হওয়া। তাই শৈল্পিকভাবনা জগতের অনেকটাই গ্রাম্য প্রকৃতি ছোঁয়া থেকে যায়। তবে কলকাতাকেও ভালো লাগে। শিব্রামের মতো ফুটপাতে ঘুমানোর ইচ্ছে আছে, দেখি ইগোটা কাটিয়ে উঠতে পারি কিনা। আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বড় প্রিয়। তিঁনি এক প্রবন্ধে লিখেছিলেন, “বাংলায় এতো কবি কেন?”। এটা সত্যি কানে বাজে। তাই কাউকে লেখা গুলো পড়ানোর সাহস হয় না। যদি বকা দেয়, এগুলো লেখা নাকি। এক বন্ধুর আদেশ শিরঃধার্য করে লেখা দিলাম এখানে। তারপর বসে আছি বকুনির অপেক্ষায়।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।