আর্টিস্ট

লেখক : ঋষা ভট্টাচার্য

 

আর্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র চন্দ্রচূড়। খুবই সাদামাটা স্কুল থেকে পাশ করে মামার কাছ থেকে পাওয়া একটা নীল রঙের শার্ট পরে কলেজে আসে। দ্বিতীয় বর্ষের দাদা-দিদিদের হম্বিতম্বি একেবারেই সহ্য করতে পারে না সে। মফঃস্বল বলে

লৌহদানব

কবি: ঋষা ভট্টাচার্য

এখনও লৌহদানবের মুখের কাছে বারুদের গন্ধ পাই। লুটিয়ে পড়া মহানগরীর দুমড়েমুচড়ে যাওয়া চেহারা মনে রেখো মহামানব। ক্লোরোফিল তৈরির কারখানা অপদেবতার জিম্মায়। পূজাহীন শিবলিঙ্গ অবমাননার কেন্দ্রে দাঁড়িয়ে।

এখন কোন ধর্মপুস্তক চুম্বন করবে?
কোন পন্ডিত বলে দেবে কোন মাস …

কোনো কোনো তারা থাকে

কবি: ঋষা ভট্টাচার্য

কোনো কোনো তারা থাকে
যারা গ্রহের ঘুম কেড়ে নেয়।
বাতাসে বিষাক্ত সুরে গোটা গোলার্ধ
গ্রাস করে।

এমন শক্তিশালী তারাদের দেশ
কাল সময় অনেক আগেই নির্ধারিত করে
মানুষ। পুঁথিতে লিখে রাখে আগন্তুকের নাম,
তার কার্যাবলী।
তাদের প্রাণদাতা পাপপুণ্য …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন