কোনো কোনো তারা থাকে

কবি: ঋষা ভট্টাচার্য

কোনো কোনো তারা থাকে
যারা গ্রহের ঘুম কেড়ে নেয়।
বাতাসে বিষাক্ত সুরে গোটা গোলার্ধ
গ্রাস করে।

এমন শক্তিশালী তারাদের দেশ
কাল সময় অনেক আগেই নির্ধারিত করে
মানুষ। পুঁথিতে লিখে রাখে আগন্তুকের নাম,
তার কার্যাবলী।
তাদের প্রাণদাতা পাপপুণ্য ভুলে
স্বাধীনমত সৌরধুলোয় জন্ম দেয়
কোটি কোটি শোষনের আশ্চর্য ক্ষমতা,
এসব অনেক আগেই নির্ধারিত করে মানুষ।

মহত্তম শিল্পদক্ষতা নিয়ে
নিজের চারপাশ বেঁধে ফেলতে ফেলতে,
বিশ্ব পাহারাদার ভেবে
পরাধীন নিজের কাছেই।

এসব অনেক আগেই নির্ধারিত করে মানুষ।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: ঋষা ভট্টাচার্য
পেশাগতভাবে বেসরকারী চাকুরিজীবী হলেও দিনান্তে ঝুঁকে থাকা কবিতার ওপরেই। লেখাপত্র ছাপানো এ যাবৎ নানাবিধ লিটল ম্যাগাজিনে।এসবের পাশাপাশি রং তুলি ক্যামেরার যুগলবন্দি কবিতার রসদ যুগিয়েছে নানাভাবে। গানের চর্চা ছোটবেলা থেকেই।আধুনিক, সেমিক্লাসিকাল, নজরুলগীতি ইত্যাদি সময় কাটানোর প্রিয় সঙ্গী। তাই দিনযাপন সচরাচর অবহেলায় যায় না।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

25 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    ঋষা ভট্টাচার্য এর কবিতা মনে রাখার মতো। শুভেচ্ছা প্রিয় কবির জন্য।

  2. Sonali Ghosh

    সত‍্যি তারাদের চলাচলে বলা হত আমাদের ভাগ‍্য নির্ধারিত হয়।আর আজ দেখি তারকামানব দের ধূসর দৃষ্টি তে সৌরঝড় উঠে সমস্ত পৃথিবীর ভাগ‍্য অন্ধকারাছন্ন হয়ে পড়েছে।এই কবিতা ভাবিয়েছে আমাদের এতেই কবি র সৃষ্টির সার্থকতা।অভিনন্দন ঋষা ভট্টাচার্য।

  3. অজ্ঞাতনামা কেউ একজন

    খুবই ভাল লাগল
    আমি তো তোমার গুণমুগ্ধ
    তোমার শিল্পকর্ম আরও আরও ব্যপ্ত হোক
    শুভেচ্ছা

  4. অজ্ঞাতনামা কেউ একজন

    মানবজাতি আজ নিজের রচিত বেড়াজালে আবদ্ধ… পালাবার কোনো পথ নেই।
    মুক্তি কি সে পাবে কোনোদিন… ভাবাচ্ছে…

    • পিয়ালী বিশ্বাস

      খুব সুন্দর… কোনো গন্ডিতে নিজেকে না বেঁধে আরো এগিয়ে চলতে হবে… শুভেচ্ছা রইলো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।