চার টুকরো অসময়
কবি: সমাজ বসু
দিন গভীর হচ্ছে–
তুষ জ্বলছে বুকে,বাতাসে অদৃশ্য আগ্নেয়কণা
যেন সবাইকে ছুঁয়ে আছে নীল আতঙ্ক।
নিঃশব্দ সময় জুড়ে —
ভয়ের পাথর তুলে তুলে আড়াল বৃত্তে আছি
বড় স্বপ্নহীন।বড় অর্থহীন।
একে অপরকে ছুঁয়ে থাকার
অলীক অস্পষ্ট মূহুর্তের অণ্বেষন
চোখের …