গৌ গাবৌ গাবঃ
লেখক : সর্ব্বোত্তম বন্দ্যোপাধ্যায়
আজ কাল প্রাথমিক ইস্কুলের ছাত্র ছাত্রীদের আর গরুর রচনা লিখতে হয় কিনা জানি না, আমাদের সময় হত। পাঠ্যক্রমে রচনার বিষয় ছিল হাতেগোনা কিছু, উৎসব মানে দূর্গাপূজা, মেলা বলতে রথ ও চরক, কাল বলতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, …