ভীরু নয় অলসতা
লেখক : সৌরভ প্রধান
মা পাঠাইছে সেপাই করে
আসছে ছেলে যুদ্ধ ছেড়ে।
যুদ্ধ নয় শান্তি চাই
চাইনা নবশক্তি ছি: আবশ্যকতা
শোষণ করছে দেশ করছো বিলাসিতা!
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
চিত্ত ভরা মায়ের শক্তি
তবুও মন কুঁড়ছে অলসতা!
শক্তি …
SaurabhPradhan866@gmail.com
মা পাঠাইছে সেপাই করে
আসছে ছেলে যুদ্ধ ছেড়ে।
যুদ্ধ নয় শান্তি চাই
চাইনা নবশক্তি ছি: আবশ্যকতা
শোষণ করছে দেশ করছো বিলাসিতা!
ভীরু নয় অলসতা
ভীরু নয় অলসতা।
চিত্ত ভরা মায়ের শক্তি
তবুও মন কুঁড়ছে অলসতা!
শক্তি …
ফিরিলাম রিক্ত হস্তে
আসিলাম আশাহীন,
আশারত মন বিফলে
যাইবে ভাবিনি কোনোদিন।
ভাবিতাম আমি
আছে মোর স্বামী,
পড়িল যখন জল
রইল না অভীবল।
মোর পিতা সহ মাতা
রয়েছে উপোস ঘরে,
ক্ষুদার জ্বালায় মরিছে হিয়া
অপমানে ভরিছে চিত্ত,…
চলন্ত ধারা গতি ক্রমাগত,
যুগ-কাল-দিন-সাত
যায় শত শত।
আজ ও বইছে নদী বইছে বাতাস
পড়েছে নিত্য শ্বাস,
নেই কভু অবকাশ।
হায়!!
রয় পড়ে অবিরাম
সিঁড়ির ধাপে ধাপে
অতীত তো পড়ে থাকে,
আজ ও এগিয়ে মানুষ যায় …