কবিতায় নারী আঁকা পাপ
লেখক : সাখাওয়াতুল আলম চৌধুরী
কবিতায় আর প্রেম ধরা দেয় না
প্রেয়সীর তরে উপমায় আর ভাব আসে না ;
কোন উপমায় তুলে আনব
কামিনীর ডাগর দেহপল্লবীর রূপ?
যখন দেখি এখনো আর্তনাদ বঙ্গভূবনে
নিরন্ন বস্ত্রহীন কঙ্কালসার মানুষের গহীনে ।
কি করে …
Shakawat971097@gmail.com
কবিতায় আর প্রেম ধরা দেয় না
প্রেয়সীর তরে উপমায় আর ভাব আসে না ;
কোন উপমায় তুলে আনব
কামিনীর ডাগর দেহপল্লবীর রূপ?
যখন দেখি এখনো আর্তনাদ বঙ্গভূবনে
নিরন্ন বস্ত্রহীন কঙ্কালসার মানুষের গহীনে ।
কি করে …
নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে …
আমার স্বপ্ন মোড়ানো
সাধের বিকেল তোমায় দিলাম।
তোমার বিষন্নতার
পড়ন্ত বিকেল আমায় দিও।
আমার আগুন লাগা
ফ্লাগুন সন্ধ্যা তোমায় দিলাম।
তোমার বেদনাবিধুর
বসন্ত প্রহর আমায় দিও।
আমার রোমাঞ্চ ভরা
বৃষ্টির ক্ষন তোমায় দিলাম।
তোমার
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
