এক দিন
লেখক : শিল্পা
দূরবীনে আর খুঁজি না তাকে
অচেনা মানুষের ভিড়ে
আধো আঁচলে বসে আছে
আমার হৃদয় দ্বারে।।
আলতো ঠোঁটে মুক্ত হাসি
দেয় না ধরা মায়াবিনী
আলো আঁধারি লুকোচুরি
আমি তার প্রেমে ঋণী।।
প্রভাতী বেলা কিরণ মেলায়
শ্যামলা মেয়ে কমলা …
shilpanayak630@gmail.com
দূরবীনে আর খুঁজি না তাকে
অচেনা মানুষের ভিড়ে
আধো আঁচলে বসে আছে
আমার হৃদয় দ্বারে।।
আলতো ঠোঁটে মুক্ত হাসি
দেয় না ধরা মায়াবিনী
আলো আঁধারি লুকোচুরি
আমি তার প্রেমে ঋণী।।
প্রভাতী বেলা কিরণ মেলায়
শ্যামলা মেয়ে কমলা …
হোক না এবার রঙের যুদ্ধ,
রাজপথে গলিতে।
তুমি সাজাও বসন্তকে,
রামধনুর রঙেতে।
দিগন্ত জুড়ে লহরী উঠুক,
ভূমি উঠুক কেঁপে
বুনো ফুলের নেশা লাগে
গাইছে বাতাস ঝেঁপে
কৃষ্ণচূড়ায় আগুন লাগুক,
রক্ত ঝরুক অর্জুনের!
পলাশ বনে প্রণয় ঘটুক,
অন্তরের …