রঙের যুদ্ধ

লেখক : শিল্পা

হোক না এবার রঙের যুদ্ধ,
রাজপথে গলিতে।
তুমি সাজাও বসন্তকে,
রামধনুর রঙেতে।
দিগন্ত জুড়ে লহরী উঠুক,
ভূমি উঠুক কেঁপে
বুনো ফুলের নেশা লাগে
গাইছে বাতাস ঝেঁপে

কৃষ্ণচূড়ায় আগুন লাগুক,
রক্ত ঝরুক অর্জুনের!
পলাশ বনে প্রণয় ঘটুক,
অন্তরের প্রান্তরে।
বৈকালের সূর্য  ডুবুক,
কিংবা, বৃষ্টি নামুক সন্ধ্যেতে!
এই প্রলয়ে সন্ধি ঘটুক,
তোমাতে- আমাতে।

একটি রঙ এ তোমার নাম,
অন্য একটি আমার।
তোমার- আমার যোগসূত্রে,
জয়ধ্বনি হোক সবার।
এ বসন্তে তোমার ছিলাম,
শেষ বসন্তেও তোমায় চাই।
অনন্তকাল, জাতিস্মরে…
প্রেমিক যেনো তোমাকে পাই।


লেখক পরিচিতি : শিল্পা
একজন ছাত্রী, শখে লিখি তবে যেটুকু কাউকে বলতে পারিনা সেটুকু লেখায় ফুটে তোলার চেষ্টা করি। অবশ্য ছোট থেকেই লিখতাম তবে পারিবারিক সমস্যার কারণে ছেড়ে গিয়েছিল... কিন্তু বছর পরেও অভ্যেস বদলায়নি তাই ধুলো ঝেড়ে ফের কলমকে বন্ধু করলাম....

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।