ইন্টিম্যাসি
লেখক : শোয়েব শাহরিয়ার
এই যে; অসীম নিস্তব্ধতা— ভর সন্ধ্যেবেলায়
মনে পড়ে জানিনে ইন্টিম্যাসি ঠিক কদ্দূর তোমাদের
নিঃস্ব হয়ে পড়ি— পাঁজর খুলে নিয়েছে কে যেনো
বালকতা ক্রিয়া শুরু করে— হাবুডুবু খাই
কাল যে কথা, তুমি রেখে গেছো ঘরে
জপতে থাকি …
shahriar.megh1710@gmail.com
এই যে; অসীম নিস্তব্ধতা— ভর সন্ধ্যেবেলায়
মনে পড়ে জানিনে ইন্টিম্যাসি ঠিক কদ্দূর তোমাদের
নিঃস্ব হয়ে পড়ি— পাঁজর খুলে নিয়েছে কে যেনো
বালকতা ক্রিয়া শুরু করে— হাবুডুবু খাই
কাল যে কথা, তুমি রেখে গেছো ঘরে
জপতে থাকি …