চোর

লেখক : সৌগত ঘোষ

যত্নে একটা আংটি তৈরি করে ছিলাম।
তাতে খোদাই লুকোনো স্বীকৃতি।
হঠাৎ একদিন বৃষ্টির রাতে সেই যে হারালো,
তাহা আর ফিরিয়া পেলাম না…..

যে চোর চুরি করেছে,সে কি খুব শান্তিতে আছে ?
সে কি নিশ্চিন্তে ঘুমোতে পারছে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।