আমার স্বাধীনতা
কবি: সুখেন্দু দাস
শোণিত তরণী সাজিয়াছে আজ, রক্তকরবী ফুলে
ধারালো অসি স্বাধীনতা চাই বেজাতের ঘর ভুলে।
বহুদিন ধরে কাঁদিছে মাতা বন্দীশালার মাঝে
দেশের মাটি রক্ত খোঁজে উন্মাদিনীর সাজে।
লাল আবিরের রঙ্গালয়ে খেপেছে ভক্তকবি
স্বাধীনতা চাই, স্বাধীনতা …