গণতন্ত্রে

লেখক : স্বপন নাগ

গণতন্ত্র তোমাকে দেয় অনেক, অনেক স্বাধীনতা
নানা রকমের সুযোগ আর হরেক রকমের সুবিধা।

গণতন্ত্রে তুমি নিজের ধর্মকে বেছে নিতে পারো
নিজের কাজকে বেছে নিতে পারো
বেছে নিতে পারো নিজের লজ্জাও।

ইচ্ছেমত বাঁচার স্বাধীনতা
ইচ্ছেমত পান করার স্বাধীনতা
(তা সে মদই হোক কিংবা গোমূত্র)
এমনকি ইচ্ছেমত মরবার স্বাধীনতাও দেয় গণতন্ত্র।

ভাঙা সাঁকো থেকে পড়ে মরতে পারো
খেল-উৎসবের ভিড়ে গিয়ে মরতে পারো
ধর্মীয় উন্মত্ত ভিড়ে পিষে মরতে পারো
কারখানার কাজে আগুনে ঝলসে মরতে পারো
বানের জলে ভেসে মরতে পারো
মরার মত বেঁচে থাকার দুঃখেও মরতে পারো…

মরে যাবার যত হরেক স্বাধীনতা দেয় গণতন্ত্র
আর কারও পক্ষে তা দেওয়া একেবারেই অসম্ভব।
নেতার জন্যে মরতে পারো তুমি
কোন ধর্মীয় বাবার জন্যে মরতে পারো
গাঁয়ে মরতে পারো, জঙ্গলে মরতে পারো
শহরে মরতে পারো, পরার অভাবেও মরতে পারো
নিজের ধর্মের জন্যে মরতে পারো
এমনকি কোনও কারণ ছাড়াই মরতে পারার সুবিধে দেয় একমাত্র গণতন্ত্র।

পুরো বিশ্ব জুড়ে গণতান্ত্রিক ব্যবস্থাকেই তাই
মানা হয় শ্রেষ্ঠ ব্যবস্থা।
কেননা এই ব্যবস্থায় বড় গর্বের সঙ্গে
খুব আনন্দের সঙ্গে, অতি সম্মানের সঙ্গে
তোমার মারা যাওয়াকে
ক্ষতিপূরণে বদলে দেয় আশ্চর্য করিশ্মায়,
আর প্রতিটি মৃত্যুর শোক চাপা পড়ে যায়
গণতান্ত্রিক চেকের নিচে।
হামেশাই দেখা যায় আর এক বাহাদুরি –
গণতন্ত্রে মারা যায় শুধুই জনগণ
অমর থাকে কিন্তু তন্ত্র।

এরপরও গণতন্ত্র নিয়ে নালিশ?
অবশ্য নালিশ – সেও এক গণতান্ত্রিক অধিকার।

(এই কবিতাটি অধ্যাপক হূবনাথ পাণ্ডে রচিত “लोकतंत्र में” কবিতাটির অনুবাদ)


লেখক পরিচিতি : স্বপন নাগ
জন্ম ১৯৫৭ সালের ১০ জুলাই, হাওড়া জেলার এক গ্রামে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি থেকে অধুনা অবসরপ্রাপ্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ইচ্ছে আমার বনকাপাসী মাঠ, স্থির স্বপ্নে জেগে আছি, প্রিয় ২৫, বিষাদ এসে ঘর বেঁধেছে। কবি কেদারনাথ সিং-এর পঁচিশটি বাছাই হিন্দি কবিতার অনুবাদ গ্রন্থ , প্রিয় পঁচিশ। রম্যগদ্যের একটি সংকলন, ONLY FOR তোমার জন্য। এছাড়াও আছে ইংরেজিতে করা প্রত্যূষা সরকারের এক ডজন বাংলা কবিতার পুস্তিকা IDIOT.।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up