আমি এসব মানতে পারি না

লেখক : আলী ইব্রাহিম

এ পাড়ায় জোরাতালি দিয়ে দিয়ে সারাটা জীবন
তবলা আগলে রাখলো সুরুজ আলী,
আর এখন কোনো গানের অনুষ্ঠানে তার নাকি ডাক পরে না।
আমি সুরুজ আলীকে বাদ দিয়ে অন্য কারো তবলা বাজানোটা মানতে পারি না।

ও পাড়ায় কবিতা করে করে শেষমেশ সংসারও করলো না নিয়ামত শেখ।
অথচ রাজনীতির তকমা গায়ে লাগিয়ে
এবারও কবিতা পর্ষদে সভাপতি নির্বাচিত হলেন দৌলত উল্লাহ।
এই কবিতা পর্ষদ আমি মানতে পারি না।

এ তল্লাটে নাটক করে করে শেষ পর্যন্ত ঢালীই নাকি এখন নাটকের কেউ নন।
এখন নাটকপাড়ায় প্রতিনিধিত্ব করে মনোয়ার চৌধুরী।
আমি তার এই প্রতিনিধিত্ব মানতে পারি না।

এখানে রাজনীতি করে করে ভিটে মাটিও হারিয়েছেন শান্তিভূষণ বর্মণ।
অথচ এখানে এমপি হলেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসা তকদির মিয়া।
আমি এই তকদিরকে মানতে পারি না।

এবার সারা বছর তৃণমূলে এগিয়ে থাকলো জহুরুল ইসলাম।
অথচ বন্দুকের নলের শব্দে জনপ্রতিনিধি হলেন সরফরাজ আলম।
আমি এই বন্দুকের নলের শব্দ মানতে পারি না।

এখানে এলিয়েন ভাষায় কবিরা কেবলি ঈশ্বর হতে চায়।
আমি এই ঈশ্বর হওয়াটা মানতে পারি না।
এই যে লোক দেখানো নাচ, আমি মানতে পারি না।
এই যে লোক দেখানো গান, আমি মানতে পারি না।
এই যে লোক দেখানো নাটক, আমি মানতে পারি না।

আমার কবিতারা কারো জন্যে সংবর্ধনা ঘর সাজিয়ে বসে থাকে একা!
অপেক্ষা ফুরায় না!

লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সাঘাটা, গাইবান্ধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন